আমি ছিলাম তোমাদেরই মাঝে


ওপারের ভেসে আসা মৃদু আলো
পরে চোখে
নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়া
নিঝুম অরন্যে
আধাঁরের মাঝে ঘুমহীন অচেতন
রাত্রিযাপন
অপেক্ষায় মিশে যায় জীবনের
সব স্মৃতিচারণ

আমি ছিলাম তোমাদেরই মাঝে
হেসেছিলাম একসাথে
উড়েছিলাম স্বপ্নীল আকাশে
চাঁদের দেশে যেতে হারিয়ে
- Bay Of Bengal

টাইপোগ্রাফি: ফুয়াদ হাসান শিহাব

Post a Comment

Chat with usWe will reply to you shortly.
Hello, Is there anything we can help you with?